সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামীলীগের পথ সভা হয়েছে। শনিবার দুপুরে থানা সদরে কাঠালতলায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যড. আব্দুল হামিদ লাবলু, এনায়েতপুর থানা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সহ-সভাপতি শওকত আলী, যুগ্মসম্পাদক এবিএম শামীম হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন ও খুকনী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন বেপারী প্রমূখ।
এরআগে সাধারন জনতার মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ শিবপুর, রুপসী ও পাঁচিলে পৃথক পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন।